২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি| রাত ৪:৪৯| হেমন্তকাল|
শিরোনাম:
ফুলপুরে অতিরিক্ত বালু বহনকারী ট্রাক আটক, জরিমানা আদায় গফরগাঁওয়ে  সিএনজি উল্টে পুলিশ সদস্য নিহত  কুড়িগ্রামে মরিয়ম চক্ষু হাসপাতাল ও সিডিডি’র যৌথ আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত পাইকগাছায় পাখি শিকারী আটক; জরিমানা ৫ হাজার ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল  এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত বেলাব ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পিঠা উৎসব গফরগাঁওয়ে গণঅধিকার পরিষদের মশাল মিছিল পাইকগাছায় বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে দুই দিনের তথ্যমেলা

নান্দাইল উপজেলা চেয়ারম্যান হলেন শাহান

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪,
  • 92 Time View

ষষ্ঠ পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নান্দাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান ১৭ হাজার ২৭৩ ভোটের ব্যবধানে উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়াকে পরাজিত করে প্রথম বারের মত চেয়ারম্যান নির্বাচিত হলেন আমিনুল ইসলাম শাহান।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীর মধ্যে আমিনুল ইসলাম শাহান দোয়াত কলম প্রতীকে ৪৬ হাজার ৮০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভূঁইয়া আনারস প্রতীকে ২৯ হাজার ৫৩২ ভোট পেয়েছেন।

এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রথম বারের মত তালা প্রতীকে শফিউল আলম রাসেল ২৮ হাজার ৪৯৮ ভোট পেয়ে জয়ী হোন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু টিয়া পাখি প্রতীকে ২১ হাজার ৩৮৪ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনিও এ উপজেলা প্রথম বার ফুটবল প্রতীকে ৫৪ হাজার ৭৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল হাঁস প্রতীকে ২৭ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোটের পরিবেশ ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ। তবে ভোটা উপস্থিতি খুবই কম দেখা গেছে। একটি কেন্দ্র জাল ভোট দিতে গেলে মো. কাইয়ুম নামের এক ব্যক্তি ৬ মাসের কারাদণ্ড দেয়। অন্যদিকে একটি কেন্দ্রে ব্যালেট পেপার ছিনিয়ে নিয়ে গেলে সেটি উদ্ধার করে পুলিশ।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, বুধবার রাতে ভোট গণনা শেষে বেসরকারি ভাবে তিন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। উপজেলায় রয়েছে ৩ লাখ ৬২ হাজার ৫৯১ জন ভোটার। তার মধ্যে ৮৫ হাজার ৪৫৭ ভোট কাস্টিং হয়। প্রদত্ত ভোটের হার ২৪.৩৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ