ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপনকর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ ও ভারসাম্য রক্ষায় এবং জাতীয় জলবায়ু মোকাবেলায় ও এসডিজি অর্জনের লক্ষ্যে আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নান্দাইল সদর ইউনিয়নের হেমগঞ্জ (ঝালুয়া) এলাকায় নান্দাইল উপজেলা ছাত্রলীগের (প্রস্তাবিত) আহবায়ক মাহবুব হাসান জয়ের নেতৃত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলমান থাকায় এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০-৩০ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ‘দশ দিনে পাঁচ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচি’ ঘোষণা করে।
বৃক্ষরোপন কর্মসূচি ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক রাশমোহন সাহা, উপজেলা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ইকবাল,শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোখলেছুর রহমান হৃদয়,পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন শ্রাবণ, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান,নেছার হোসেন হিরা, মো. বিল্লাল,মো.নয়ন,রনি মিয়া, জিসান ও মাসুম সহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচি বৃক্ষরোপন শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।