ময়মনসিংহের নান্দাইল পৌর জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি হয়রত আহম্মেদ সাকিব, সিনিয়র সহ-সভাপতি মো. মঞ্জুরুল হক মঞ্জু ও সাধারণ সম্পাদক একে.এম দেলোয়ার হোসেন স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেন।
নান্দাইল পৌর মৎস্যজীবি দলের মো. জাকির হোসেনকে আহবায়ক ও মো. আব্দুল করিম সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক মো. দুলাল মিয়া, মো. কামাল উদ্দিন, মো. হৃদয় মিয়া, মানিক চন্দ্র বিশ্ব শর্মা, মো. নাঈম মিয়া, মো. রাজন, আবু বক্কর ছিদ্দিক, আনিস খান, মো. নাকিল।
সম্মানিত সদস্য- মো. আব্দুল করিম লিটন, মো. আল ইমরান জুনায়েদ, মো. সজিব মিয়া, মো. নুরুল ইসলাম, মো. আবু হানিফ, মো. আবুল কালাম, মো. আমিনুল ইসলাম, মো. বুলবুল মিয়া, মো. খোকন মিয়া ও ফুয়াদ মিয়া।