মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
নান্দাইলের মুশুল্লী ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগে একজন শিক্ষার্থীর বিপরীতে পাঠদানের রয়েছে চারজন শিক্ষক। অভিযোগ রয়েছে শিক্ষার্থী না থাকায় বিজ্ঞান বিভাগে কর্মরত শিক্ষকগন নিয়মিত কলেজে আসেন না, আসলেও হাজিরা দিয়েই চলে যান।
খোঁজ নিয়ে জানা গেছে, মুশুল্লি উচ্চ বিদ্যালয়ে কলেজে ১৯৯৫ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণির কার্যক্রম চালু হয়। সাময়িক হিসেবে মুশুল্লী স্কুল এন্ড কলেজ নামকরণ হয়।
পরে সেটি নতুন ভবনের মাধ্যমে আলাদা ভাবে স্থানান্তরিত হয়। কলেজটিতে শিক্ষক হিসেবে ব্যবসা, মানবিক ও বিজ্ঞান শাখায় কর্মরত আছেন ১৬ জন। এ বছর কলেজে মানবিক বিভাগে ১ম বর্ষে ৩০৪ জন, ব্যবসা শাখায় ৩ জন শিক্ষার্থী ভর্তি হন, অন্যদিকে বিজ্ঞান শাখায় কোন শিক্ষার্থী ভর্তি হয়নি।
কিন্তু বিজ্ঞান বিভাগের পাঠদানের রয়েছে ৪ জন শিক্ষক। দ্বিতীয় বর্ষে আছে মাত্র ১ জন। আর ওই ১ জন শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষককে বেতন নিচ্ছেন। কলেজটিতে বিগত বছর গুলোতেও ৪ থেকে ৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি হয়নি বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের ২য় বর্ষের মানবিক বিভাগের দুই শিক্ষার্থী জানান, বিজ্ঞান বিষয়ে কোন শিক্ষার্থী নেই। তাই ক্লাস হয় কিনা সেটা তারা জানি না। শিক্ষকরা নিয়মিত আসলেও হাজিরা দিয়ে চলে যান। আবার কেউ কেউ অফিসে বসেই সময় পার করেন।
মুশুল্লি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ উদ্দিন বলেন, বর্তমানে কলেজটিতে শিক্ষক হিসেবে সকল বিষয়ে কর্মরত আছেন ১৬ জন। অন্যান্য কলেজের মত এ কলেজটিতেও অনলাইনে আবেদনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। আমি নিজেও গণিতের শিক্ষক। পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ও জীব বিজ্ঞান প্রতিটি বিষয়ে ১ জন করে শিক্ষক কর্মরত থাকলেও বিজ্ঞানের শিক্ষার্থীর অভাব।
কলেজ গভর্নিং বডির সভাপতি শফিকুর রহমান জানান ,মূলত গ্রামে বিজ্ঞানের শিক্ষার্থী কম থাকে। দু’একজন থাকলেও তারা এসএসসি পাশ করার পর গ্রামের কলেজগুলোতে ভর্তি না হয়ে শহরের কলেজে চলে যায়। গ্রামের কলেজগুলো বিজ্ঞানের শিক্ষার্থী না পাবার এটাই বড় কারণ বলে তিনি মনে করেন।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক রওশন আরা খান বলেন, কলেজে বিজ্ঞান বিভাগের প্রতিটি শাখায় একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকতে হয়। মুশুলী কলেজে বিজ্ঞান শিক্ষার্থী না থাকা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, গত বুধবার এ সংক্রান্ত একটি মিটিং হয়েছে, অচিরেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।