বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলা নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন আগামী ৩০ জুলাই ২০২৩ইং রোজ রবিবার অনুষ্ঠিত হবে।
উক্ত বিদ্যালয়ে ভোটার সংখ্যা প্রায় ১৩ শত। দুটি প্যানলে মোট ১০ জন অভিভাবক প্রতিনিধি প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। তবে যাদের নাম আলোচনার শীর্ষে তারা হলেন, শাহ আলম ব্যালট নং ৯, কামাল উদ্দিন ভূঁইয়া, ব্যালট নং-২, মনির হোসেন, ব্যালট নং ৬, সুলতান আহমেদ (বাবু) ব্যালট ন-১০ এবং সংরক্ষিত নারী প্রার্থী স্বপ্না রানী ব্যালট নং-২।
উক্ত প্যানেল সমন্বয় মোঃ শাহ আলম বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন আমরা কাজ করে যাব, দীর্ঘ দিন উক্ত বিদ্যালয়ে পরিচালনা কমিটির সংকটে অনেকটা শিক্ষার মান পিছিয়ে পড়েছে। পিছিয়ে পড়া শিক্ষার মান পূর্ণ উদ্ধারে আমরা সর্বদা সচেষ্ট থাকব। অত্র এলাকার শিক্ষাঅনুরাগী ও সমাজসেবীদেরকে নিয়ে যাতে করে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যেন রুপ দিতে পারি সেদিকে আমরা সর্বাত্মক চেষ্টা করব।
তাই সকল ভোটারদের প্রতি আহ্বান জানাই, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন। আমরা আপনাদের সু-শিক্ষার পরিবেশ, সন্ত্রাস মুক্ত শিক্ষশিক্ষাঙ্গন এবং শিক্ষার মান উন্নয়নে যা যা করা দরকার আমরা তাই করব।