মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের দুইদিন পর পারভেজ নামে কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার চৌডালা ইউনিয়নে বাগমারা এলাকা থেকে ওই কিশোরে লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা চার্জারভ্যান গাড়ির কারণেই তাকে হত্যা করা হয়েছে। নিহত কিশোর পারভেজ একজন ভ্যানচালক। সে উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি এলাকার দুলালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত ৩১ মার্চ সন্ধ্যা সাতটার সময় বাড়ি থেকে চার্জারভ্যান গাড়ি নিয়ে বের হয় পারভেজ। এরপর অনেক খোঁজাখুজি করেও তাকে আর পাওয়া যায়নি। পরে ১ এপ্রিল গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকারে চৌডালা ইউনিয়নের বাগমারা এলাকায় তার লাশ পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল রাফিকুল ইসলাম জানান, গত দুইদিন আগে নিখোঁজ হওয়া কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার দেহের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে চার্জারভ্যান গাড়ির কারণে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।