নিজস্ব প্রতিবেদক:
শিবপুর উপজেলার বানিয়াদি আল-হেরা স্কুল সংলগ্ন বাসার সামনে থেকে জালাল উদ্দিন সরকারের ছেলে আশরাফিয়া মাদ্রাসায় ছাত্র শাহাবুদ্দিন সরকার (১২) হারিয়ে গেছে।
গতকাল শনিবার (১৭ জুন) রাত সোয়া আটটার পর থেকে সে নিখোঁজ রয়েছেন।
শাহাবুদ্দিন সরকারের গায়ের রঙ ফর্সা, উচ্চতা আনুমানিক ৪ ফুট, মুখমণ্ডল গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরণে ছিল পাঞ্জাবী ও মাথায় টুপি।
আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেকে কোথাও খোজেঁ না পেয়ে এখন পাগল প্রায় তার মা-বাবা।
কেউ সন্ধান পেলে অনুগ্রহপূর্বক নিচে উল্লেখিত মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার বাবা জালাল উদ্দীন সরকার। (০১৮২২ ৮১৭২২৬)