৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৬:৩৫| বসন্তকাল|
শিরোনাম:
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা কৃষকদল নেতার সংবাদ সম্মেলন ‘অন্তঃসত্ত্বা’ নারীকে ভুল রিপোর্ট দেওয়া অভিযুক্ত চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা নান্দাইলে চাচা কে কুপিয়ে জখম যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা মনোহরদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আটক শোষণমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কুরআনের রাজ কায়েম করতে চাই পাটগ্রামে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় যুব সমাজের ইফতার মাহফিল অনুষ্ঠিত নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  নান্দাইলে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত  নান্দাইলে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মিম্মান সম্পাদক শামীম 

নোবিপ্রবিতে কবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন

মিলন হুসাইন
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪,
  • 196 Time View

নোবিপ্রবি প্রতিনিধি
মিলন হুসাইন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলা বিভাগের আয়োজনে মধু কবি খ্যাত মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি ২০২৪) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

আরও পড়ুন: নোবিপ্রবিতে শরীরচর্চা শিক্ষা বিভাগের সংবাদ সম্মেলন

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. চন্দন আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। মধুসূদন বক্তা হিসেবে অনুষ্ঠানে আসন অলংকৃত করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহানুজ্জামান। বাংলা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

“উনিশ শতকের বাংলা নবজাগরণের বরপুত্র মাইকেল মধুসূদন দত্ত” শীর্ষক আলোচনা সভায় মধুসূদন বক্তা অধ্যাপক ড. রফিকউল্লাহ খান বলেন, দেশব্যাপী মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে। তার সাহিত্য রচনার মূল সময়কাল ছিল মাত্র চার বছর। অথচ তিনি ঝড়ের বেগে বাংলা সাহিত্যে প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমাদের ক্ল্যাসিক মধুসূদন পড়তে হবে এবং নিজের মধ্যে একজন দ্রোহী মধুসূদনকে লালন করতে হবে। মধুসূদনের যে ত্যাগ, তিতিক্ষা আর জীবনাচরণ তা ধারণ করতে হবে।

আরও পড়ুন: ডি-নথি যুগে নোবিপ্রবি

সভাপতি অধ্যাপক ড. চন্দন আনোয়ার বলেন, আমরা নোবিপ্রবিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মধুকবি মাইকেলের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন করছি। আশা করছি নোবিপ্রবির উদ্যোগে সামনের দিনগুলোতে বিভিন্ন সাহিত্যিকদের স্মৃতিবিজড়িত স্থানসমূহ যেমন শিলাইদহ, সাগরদাঁড়ি ইত্যাদিতে শিক্ষা সফরের আয়োজন করা হবে।

পরে বাংলা বিভাগের শিক্ষাথীদের অংশগ্রহণে নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘একেই কি বলে সভ্যতা’ এবং ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’ প্রহসন দুটি প্রদর্শিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ