নোবিপ্রবি প্রতিনিধি
মো:মিলন হুসাইন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কতৃর্ক করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে “বিশ্ব পরিবেশ দিবস ২০২৪”। আজ রবিবার (৯ই জুন, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের এডামেডিক -২ এর ভিডিও কনফারেন্স রুমে আয়োজিত হয়েছে অনুষ্ঠানটি।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, কোষাধ্যক্ষ, নোবিপ্রবি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবেশ বিভাগ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতেই ছিলো পরিবেশ দিবস -২০২৪ এর বর্ণাঢ্য র্যালি। “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে বর্ণাঢ্য র্যালি। এছাড়া “বৃক্ষরোপন” কর্মসূচি ও পালন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. জয়ন্ত কুমার বসাক এবং কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ডিরেক্টর অফ “সেন্টার ফর পিপল এন্ড এনভায়রন-মোহাম্মদ আবদুর রহমান। তিনি তার বক্তব্যে “জলবায়ু পরিবর্তন, মরুকরণ এবং জমির অবক্ষয়: বাংলাদেশে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি” নিয়ে আলোচনা করেন।
বিশ্ব পরিবেশ দিবস – ২০২৪ উদযাপনে আয়োজিত “আলোকচিত্র প্রতিযোগিতায়” অংশগ্রহণকারী সেরা ৩ জনকে পুরষ্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে “পরিবেশ পদক” অর্জন করেছে “স্নরন পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন” এবং সেরা কর্মচারীর পদক অর্জন করেছেন গার্ডেনার মোবারক হোসেন ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন পরিবেশ বিভাগ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান।
এ অনুষ্ঠান আয়োজনের সর্বাধিক সহযোগিতায় ছিলো কোস্টাল ইনভায়রনমেন্ট নেটওয়ার্ক (কোয়েন), গ্লোবাল সেন্টার ফর ইনভায়রনমেন্ট এন্ড ক্লায়মেন্ট চেঞ্জ এবং সেন্টার ফর পিপল এন্ড এনভায়রন।