নোবিপ্রবি প্রতিনিধি
মোঃ মিলন হুসাইন
আজ বুধবার (১৪ই ফেব্রুয়ারী) বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নোবিপ্রবিতে ভিন্ন ধরনের কর্মশালা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নোবিপ্রবির সিঙ্গেল সোসাইটির তত্বাবধানে আজ এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ক্যাম্পাসে নব শিক্ষার্থীদের সোসাইটির কার্যক্রম সম্পর্কে জানাতে আলোচনা রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক❝ আহসান হাবিব ইমরান❞ ও সভাপতি ❝শিকদার কাউসার❞।
এতে উপস্থিত ছিলেন নোবিপ্রবি সিঙ্গেল সোসাইটির বিভিন্ন পদের সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থী।
বিক্ষোভ মিছিল ও আলোচনা পর্বে নোবিপ্রবি সিঙ্গেল সোসাইটির সভাপতি ❝শিকদার কাউসার❞ বলেন, সারাদেশে আজ ভালোবাসা দিবস পালন হচ্ছে,আমরা আজ ভালোবাসা দিবসে প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করেছি কিন্তু আমরা প্রকৃত পক্ষে ভালোবাসা দিবসের বিপক্ষে নয় যদি সেটা হালাল সম্পর্ক হয়। বর্তমানে ভালোবাসা দিবসে ছেলে-মেয়ের অশ্লীলতা, বেহায়াপনা করছে সেগুলোর বিরুদ্ধে আমরা । এখন প্রেমের নামে ভালোবাসাকে অপবিত্র করা হচ্ছে।এ বিষয়ে নব শিক্ষার্থীদের সচেতন হওয়া জরুরি।
বিক্ষোভ মিছিলে সমাপনী বক্তব্যে নোবিপ্রবির সিঙ্গেল সোসাইটির সাধারণ সম্পাদক ❝আহসান হাবিব ইমরান❞ বলেন, নোবিপ্রবি একটা পবিত্র ক্যাম্পাস। এই ক্যাম্পাসের পবিত্রতা রক্ষার দায়িত্ব আমাদের সকালের। আজ আমাদের বিক্ষোভ মিছিলের প্রতিপাদ্য বিষয় প্রতিটি শিক্ষার্থীকে সচেতনতা ও ক্যাম্পাসের পবিত্রতা রক্ষায় নিজের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ।
বিক্ষোভ মিছিলটি নোবিপ্রবির সালাম হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের শান্তি নিকেতন, নীলদিঘী,গ্যারেজ হয়ে গোল চত্তরে এসে সমাপ্ত হয়।