মো. মিলন হুসাইন, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নোবিপ্রবির শহিদ ক্যাডেট সার্জেন্ট রুমী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. নাজমুল হাসান হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য ড. মো. দিদার-উল-আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ ও নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির প্রধান মডারেটর আফসানা মৌসুমী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, পনেরোটি বছর পেরিয়ে ১৬তম বছরে পদার্পন করা নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির জন্যে এক মাইলফলক হয়ে থাকবে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সারাদেশে নোবিপ্রবির নাম উজ্জ্বল করেছে ডিবেটিং সোসাইটি। এ সোসাইটির সকল অর্জনকে যথাযথভাবে সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে তিনি তার বক্তব্যে ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, বাংলা বিতর্ক চর্চার পাশাপাশি ইংরেজিতে বিতর্ক চর্চা নবাগত ছাত্রছাত্রীদের বিতর্ক চর্চার ক্ষেত্রকে আরো বেশি প্রসারিত করবে। তিনি নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সকল কার্যক্রমে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরবর্তীতে কেক কাটার মাধ্যমে এবং বিভিন্ন বিভাগের নবাগত বিতার্কিকদের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন বিতর্ক ইভেন্টের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।