রাজু মিয়া (নোবিপ্রবি)প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘ষষ্ঠ ইন্দ্রিয়’র নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আফরোজ জাহান প্রিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অজয় দেবনাথ।
কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মাহমুদুল হাসান শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা জাহান, সাংগঠনিক সম্পাদক মো. এমদাদ উল্লাহ, প্রচার সম্পাদক মো. মহসিন আবেদিন, অর্থ সম্পাদক পদে ফাতেমা আক্তার পায়েল, দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান পাটোয়ারী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তৌহিদ আলম সিদ্দিকী। এছাড়াও কমিটিতে রয়েছে ছয় কার্যনির্বাহী সদস্য। মোট ১৫ সদস্যবিশিষ্টের সংগঠনটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, ষষ্ঠ ইন্দ্রিয় শিশুর যৌন হয়রানি প্রতিরোধ ও সচেতনতায় কাজ করে থাকে। শিশু অধিকার রক্ষায় উল্লখযোগ্য অবদান রাখায় সংগঠনটি ইতোমধ্যে ‘জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড’ অর্জন করেছে।