মো. হাসানুর জামান বাবু,চট্টগ্রাম প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপির নেতা প্রফেসর ড.সুকোমল বড়ুয়া পটিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলায় আগমন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম নেছারের পক্ষে থেকে চট্টগ্রাম পটিয়ার ঐতিহাসিক শান্তির হাটে এক পথসভাও সংবর্ধনার দেওয়া হয়। প্রফেসর সুকোমল বড়ুয়া গাড়ীবহর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এসে পৌঁছলে রেজাউল করিম নেছারের পক্ষে শত শত নেতাকর্মী বাবু সুকোমল বড়ুয়াকে ফুল দিয়ে বরণ করে নেন এবং ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় নেছার ভাই এগিয়ে চলো পটিয়াবাসী তোমার সাথে, সুকোমল বড়ুয়ার আগমন শুভেচ্ছা স্বাগতমসহ বিভিন্ন গ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শান্তির হাট এলাকা। সংবর্ধনা অনুষ্ঠানে পটিয়া উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবদল, ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও শান্তিরহাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ হাজারো উৎকর্ষ জনতার ঢল নামে।