২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি| রাত ৪:৪১| হেমন্তকাল|
শিরোনাম:
ফুলপুরে অতিরিক্ত বালু বহনকারী ট্রাক আটক, জরিমানা আদায় গফরগাঁওয়ে  সিএনজি উল্টে পুলিশ সদস্য নিহত  কুড়িগ্রামে মরিয়ম চক্ষু হাসপাতাল ও সিডিডি’র যৌথ আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত পাইকগাছায় পাখি শিকারী আটক; জরিমানা ৫ হাজার ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল  এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত বেলাব ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পিঠা উৎসব গফরগাঁওয়ে গণঅধিকার পরিষদের মশাল মিছিল পাইকগাছায় বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে দুই দিনের তথ্যমেলা

পটিয়ায় শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বাষিকীতে এক মঞ্চে বিএনপির বহিস্কৃত দুই নেতা

মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম
  • Update Time : শুক্রবার, জুন ৭, ২০২৪,
  • 81 Time View

চট্টগ্রাম পটিয়ায় স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

আজ শুক্রবার পটিয়ার সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েলের সহযোগিতায় পটিয়া উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে পটিয়া পৌরসভার মুন্সেফ বাজারের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পটিয়াতে দীর্ঘদিন ধরে বিএনপি তিন গ্রুপে বিভক্ত এক গ্রুপের নেতৃত্ব দেন সাবেক এমপি আলহাজ্ব গাজী মোঃ শাহাজাহান জুয়েল। এক গ্রুপের নেতৃত্বে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক এনামুল হক এনাম। অন্য গ্রুপের নেতৃত্ব ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া।

আজ হঠাৎ করেই কাকতালীয় ভাবে সাবেক এমপি আলহাজ্ব গাজী মোঃ শাহাজাহান জুয়েল গ্রুপ ও আলহাজ্ব ইদ্রিস মিয়া গ্রুপ শহীদ জিয়ার ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে একত্রে দেখা যায়। গাজী জুয়েল অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও উনার অনুসারীদের নিয়েই আলহাজ্ব ইদ্রিস মিয়া প্রোগ্রাম করে দেখে অনেকই অবাক হন।

অনুষ্ঠানটি বেশি আলোচনায় আসে একজন দল থেকে বহিষ্কৃত ও একজন দল থেকে অব্যাহতি দেওয়া নেতাকে গিয়ে। তারা হলেন গত ৭ জানুয়ারী-২৪ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে নৌকা মার্কার আওয়ামীলীগের পক্ষে কাজ করার কারনে পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপি আহবায়ক মোঃ কলিমুল্লা চৌধুরীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সিঃযুগ্ন যুগ্ন আহবায়ক দলের গঠনতন্ত্র মোতাবেক দলের সাধারণ সদস্য পদসহ সকল পদপদবী থেকে বহিষ্কার করেন।

গত ২৯ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দলীয় নিটদর্শনা অমান্য করে পটিয়ার ছনহারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ আবদুর রশীদ দৌলতীকে একজন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করার কারনে কারন দর্শানোর নোটিশ দেন। তিনিও উক্ত নোটিশের জবাব দেন। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি চেয়ারম্যান আবদুর রশীদ দৌলতীকে দল থেকে অব্যাহতি দেন।

এসব বহিষ্কার অব্যাহতি নিয়ে অনেক বিতর্কিত কথাবার্তা রয়েছে গ্রুপ রাজনীতির বলি হয়েছেন বলেও অনেকই এখনও কথাটি বলছেন। কিন্তু দল থেকে বহিষ্কার ও অব্যাহতি দিলেও আজকের অনুষ্ঠানে দুইজনকেই অতিথি হিসাবে মঞ্চের প্রথম সারিতে দেখে অনেকই দলের হাইকমান্ডের নির্দেশনার কথা মাথায় রেখে অতিথি হিসাবে ব্যানারে নাম থাকলেও অনুষ্ঠানে উপস্থিত হয়নি।

তারমধ্য উল্লেখযোগ্য ছিলেন জুয়েল গ্রুপের কট্টর ভক্ত হিসাবে পরিচিত পটিয়ার জিরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকদল সভাপতি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম। তিনিও বহিষ্কৃত নেতাদের পাশে মঞ্চ বসে নতুন বির্তকের দায় কাধেঁ নিতে চায়না বলেই অনুষ্ঠানে উপস্থিত হয়নি বলে জানান, তারপরও অনুষ্ঠান সফল হয়েছে বলে দাবি বেশির ভাগ নেতাকর্মীর

এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, বিগত দিনের মত আমরা সবাই পটিয়া সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, গাজী মোঃ শাহজাহান জুয়েল এর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহবান জানান।

পরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করেন।

প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল খায়ের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, সম্পাদক মোজাম্মেল হক।

পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল চৌধুরী সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ মনির এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক।

বিএনপি নেতা জিল্লুর রহমান, ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আব্দুল রশিদ দৌলতি , বিএনপি নেতা, গোলাম মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির, কলিম উল্লাহ চৌধুরী, ইদ্রিস পানু, নজরুল ইসলাম, নাছির উদ্দিন, জেলা যুবদলের সহ সভাপতি, আনোয়ার হোসেন মিয়া, এম এ সালাম ফারুকী, আব্দুল করিম, মনসুর শরীফ, আবু জাফর, বছিরুল আলম, দিল মোহাম্মদ, মনসফ আলী, মোহাম্মদ আখতার, নুরুল আলম মধু, শওকত , নুরুল হক মেম্বার, আবুল হোসেন, আমিনুল হক, আব্দুল শুক্কুর, আবু তাহের, রিজুয়ানুর হক রিজু, নাছির মেম্বার, হাসমত আলী, যুবদল নেতা মাইমুনুল ইসলাম মামুন, শাহজাহান সিরাজ, খোকন শাহ, আব্দুল বারেক, শাহানুর মিয়া, আবদুল বাকের, জসিম উদ্দিন, মোহাম্মদ আনিসুর রহমান, মামুন , আব্দুল মোমেন, মোরশেদ, আরিফ, আবু শহীদ গিয়াস উদ্দিন, রমজান, সোলাইমান, স্বেচ্ছাসেবক দল নেতা জমির উদ্দিন আজাদ, রাসেল, মবিনুল হক, পারভেজ মেম্বার, শাহনেওয়াজ,, মইনুল হাসান, মোহাম্মদ আরিফ, আপেল, মোহাম্মদ ফোরকান, শ্রমিক দল নেতা আব্দুল হাকিম, গাজী দিদার, মোহাম্মদ ওসমান, বিমান সেলিম, আবদুল শুকুর, গাজী হাসান, জেলা ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম সুজন, খলিল মীর কলেজ ছাত্রদলের আহবায়ক, মোশাররফ হোসেন রুবেল, ছাত্রদল নেতা, নাঈম উদ্দিন, জয়নাল, সাদেক শাকের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ