এ বি এম মাহমুদুর রহমান
আমদের চার দিকে অনুপম পরিবেশ,
প্রতি নিয়ত দূষনের ফলে তা হচ্ছে নিঃশেষ।
শহর গ্রামের নানাবিধ দূষণের ফলে
সুস্থ সুন্দর জীবন যাপন নাহি আর চলে।
যেখানে সেখানে ফেলে পচাঁ দূর্গন্ধ আর্বজনা
পরিবেশ দূষণের হয় সূচনা।
উর্বরা মাটিতে গড়া বাংলাদেশের মাটি
বায়ু ও শব্দ দূষণের ফলে তা এখন আর নেই খাঁটি ।
ফ্যাক্টরির পচাঁ দূষিত আর্বজনা পানিতে করে নিশকাষন
এই ভাবে পানি হয় দূষণ।
যখন তখন যানবাহনের হর্ন
পরিবেশ ও শব্দ করে দূষণ।
পরিবেশ রক্ষা করতে দূষণ কর রোধ
দেশবাসীর জ্ঞাতার্থে এই আমার অনুরোধ।