নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির –বেজা শাখায় মইনুল ইসলামকে সভাপতি ও নান্দাইলের মোহাম্মদ মারুফ সরকারকে সাধারণ সম্পাদক করে ৯১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল শাখা। ৮ জন উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ মোট ৯১ সদস্য বিশিষ্ট বেজা শাখা কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
মোহাম্মদ মারুফ সরকার ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবুল কালাম সরকারের পুত্র। তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
এ বছরের ৩১ আগষ্ট পর্তুগাল বিএনপি বেজা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেই কর্মী সভার পরে যাচাই বাচাই করে পর্তুগাল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়, নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে পর্তুগাল সেন্ট্রাল বিএনপির কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নব নির্বাচিত নেতৃবৃন্দের সুযোগ্য নেতৃত্বে বেজা বিএনপি সু সংগঠিত হয়ে পর্তুগাল বিএনপির সাথে সক্রিয় ভাবে কাজ করবে।
পর্তুগাল বেজা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ সরকার বলেন- আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তারুণ্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ বির্নিমানে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রবাসীদের নিয়ে কাজ করবো। পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট সহ পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।