মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রচেস্টায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে বদলে গেছে প্রাণের নান্দাইল। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে নান্দাইলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত, কৃষি অবকাঠামো সহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। অতীতে কোনো সরকারের আমলে এ ধরনের উন্নয়ন হয়নি। এ উন্নয়নের সুফল এখন নান্দাইলের সাধারণ মানুষ ভোগ করছে। উন্নয়নের ধারা চলমান রাখতে হবে।
বুধবার (৮ নভেম্বর) নান্দাইলের তিনটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন কালে নান্দাইলের দুই বারের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন পর্যায়ক্রমে নান্দাইলের সকল গ্রামীন রাস্তা পাকাকরণ করা হবে। ইতিমধ্যেই অধিকাংশ সড়ক পাকাকরন সমাপ্ত হয়েছে।
তিনটি উন্নয়ন প্রকল্প গুলো হল- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নান্দাইল, ময়মনসিংহ এর আওতাধীন তালতলা মোড় হতে কান্দাপাড়া সড়ক,মাজার বাসস্ট্যান্ড হতে বৈরাটি গোরস্থান সড়ক ও মোয়াজ্জেমপুর ইউপি -কালিয়াপাড়া বাজার ভায়া বাহাদুরপুর হাইস্কুল সড়ক ” পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ২ কোটি ৭৮ লাখ টাকা।
প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল উপজেলা প্রকৌশলী শাহাবো রহমান সজীব, নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, ৩ নং নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল, ২ নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলি, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভ, নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সালাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।