পাইকগাছার নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নেট জাল জব্দ করা হয়েছে। মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ এই অভিযান পরিচালনা করে।
শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার সোলাদানা, পাটকেলপোতা ও লতার শিবসা নদীতে উক্ত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নেট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত নেট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উক্ত অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
এছাড়াও উপস্থিত ছিলেন নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোঃ জাহিদুল হোসেন, ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার।