
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহা, উপাধ্যক্ষ মিহির বরন মন্ডল, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আজহার আলী, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, সুকুমার কবিরাজ, আব্দুল্লাহ সরদার, আবুল হাসেম, পীযুষ মন্ডল, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, আব্দুল ওহাব, উপজেলা সিএ আব্দুল বারী, কৃষ্ণ পদ মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য, সভায় অবৈধভাবে নদীর জমি দখল রোধে কার্যকরী পদক্ষেপ, দুর্যোগ মোকাবেলা, কুরবানির পশুর হাটে জাল টাকা ও যে ধরনের অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।