বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক-কৃষাণীদের সমাবেশের অংশ হিসেবে পাইকগাছার সোলাদানা ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সোলাদানা ইউনিয়নের বেদবুনিয়া বাজারে ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ।
সোলাদানা কৃষক দলের সভাপতি ফরাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাবেক জেলা সদস্য ও আইনজীবী সমিতির সভাপতি জি এম আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকী।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেমের পরিচালনায় বক্তব্য রাখেন, আব্দুল মজিদ গোলদার, মাষ্টার মুজিবুর রহমান, মাষ্টার শামছুর রহমান, মনিরুজ্জামান মনি, মারুফুল হক পিন্স, মিজানুর রহমান, আবু সুফিয়ান, শহিদুর রহমান, কুদ্দুস গোলদার, শিমুল গোলদার, মোঃ শফিকুল ইসলাম, ইব্রাহিম গাজী, আমানউল্লাহ আমান, তোরাব আলী, আরিফুল গাজী, আহমাদ গাজী, সাদ্দাম হোসেন, রফিকুল, রবিউল প্রমুখ।