পাইকগাছা সরকারি খাদ্য গুদামের প্রাচীরের অ্যাঙ্গেল চুরিকালে সাইফুল ইসলাম নামে এক চোর আটক করা হয়েছে। সোমবার সকাল ৮ টার দিকে চুরিকালে গুদাম কর্তৃপক্ষ আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।
আটককৃত সাইফুল সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের বাসিন্দা।
এ সময় সাইফুল ইসলামের কাছ থেকে ১১ টি লোহার অ্যাঙ্গেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে খাদ্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, খাদ্য গুদামের প্রাচীরের অ্যাঙ্গেল চুরি ঘটনায় সাইফুল ইসলাম নামে এক চোরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করি। পরবর্তীতে থানায় মামলা করেছি।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, সাইফুল ইসলামের নামে থানায় চুরি মামলা হয়েছে।