২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৩০| হেমন্তকাল|
শিরোনাম:
রাণীশংকৈলে ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তারেক জিয়া সাইবার ফোর্স নরসিংদী জেলা শাখার কমিটি গঠন স্বাধীনতা বিরোধীদের সঙ্গে এদেশের মানুষ আপোষ করতে পারে না- মির্জা ফখরুল পাটগ্রাম সীমান্তে বিএসএফের ছররা গুলিতে তিন বাংলাদেশি আহত নান্দাইলে ধানের শীষের ভোট চেয়ে ছাত্রদলের নেতৃত্বে প্রচারণা মিছিল ভোলায় মানবতার বন্ধনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক আলোচনা সভা নান্দাইলে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষের মিছিল কপিলমুনি ব্লাড ব্যাংকের সভাপতি রাজ, সম্পাদক রনি কুড়িগ্রাম-২ আসনে গণসংযোগ করছেন ইসলামী আন্দোলনের প্রার্থী নূর বখ্ত মিয়া অবহেলিত পাইকগাছা-কয়রাকে রোল মডেল করতে চান  বিএনপি প্রার্থী বাপ্পী

পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পাইকগাছা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
  • 34 Time View

পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ রাজিদা বেগম গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হাকিম শাহাদাৎ হোসাইন।

রবিবার (২ নভেম্বর) সকালে প্রেসক্লাব পাইকগাছায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহাদাৎ হোসাইন।

তিনি জানান, উপজেলার সোলাদানা ইউনিয়নের কাকাড়াবুনিয়া গ্রামের জামাইপাড়া সংলগ্ন বিআরএস-১৫ খতিয়ানের বিভিন্ন দাগে মোট ২ একর ১২ শতক জমির তিনি বৈধ ও রেকর্ডভুক্ত মালিক। যা গত ১১ বছর ধরে তিনি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

এমতাবস্থায় একই এলাকার আফজাল-রাজিয়া দম্পতি ওই জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। এ ঘটনায় শাহাদাৎ হোসাইন পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা (নং-৩০৮/২১) দায়ের করেন। পরবর্তীতে আদালত ওই জমি বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দেন।

তিনি অভিযোগ করে বলেন, আদালতের নির্দেশ অমান্য করে রাজিদা বেগম ওই জমির গাছপালা কর্তন ও ভাঙচুর করেন। বিষয়টি নিয়ে তিনি পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরই ধারাবাহিকতায় রাজিদা বেগম মিথ্যা ও কল্পিত কাহিনি সাজিয়ে শাহাদাৎ হোসাইন এর কলেজপড়ুয়া ছেলে ও আত্মীয়স্বজনদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন।

এমনকি রাজিদা বেগম অভিযোগ করেন, তার (আলীর) পুত্রবধূ শাপলার গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া হয়েছে-যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে শাহাদাৎ হোসাইন বলেন, এসব মিথ্যা অপপ্রচারের মাধ্যমে তার ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুস্থ ও নিরপেক্ষ তদন্ত করে রাজিদা বেগম গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ