
“শিশু থেকে প্রবীন পুষ্টিকর খাবার সর্বজনীন “এই প্রতিপাদ্যের আলোকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান।
সপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহের কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট গাইনী চিকিৎসক ডাঃ সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ একরামুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহের উপর আয়োজিত কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।