
খুলনার পাইকগাছায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বি।
তিনি ১৪ অক্টোবর (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীনের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত এসিল্যান্ড ফজলে রাব্বিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত পাল উপস্থিত ছিলেন।
নবাগত এসিল্যান্ড মোঃ ফজলে রাব্বি ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণ শেষে তিনি বলেন, “জনসেবাই আমার অঙ্গীকার। সেবার মানসিকতা নিয়ে কাজ করে ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।”
অন্যদিকে, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম নতুন কর্মস্থল রূপসা উপজেলায় যোগদান করবেন বলে জানিয়েছেন।
তিনি ২০২৪ সালের ১৮ এপ্রিল থেকে পাইকগাছা উপজেলায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।