পাইকগাছায় আবারও একজন পাখি শিকারীকে আটক পূর্বক পাখি অবমুক্তসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।
জানা যায়, সোমবার উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী সংলগ্ন বিলে সাউন্ড বক্সের মাধ্যমে পাখি শিকার করা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন, ওয়ার্ড দলপতি মোঃ সোহাগ গাজী এবং ভিডিপি সদস্য মোঃ জাবির মাহমুদ অভিযান চালিয়ে পুতলাখালী গ্রামের জিতেন বিশ্বাসের ছেলে সুভাষ বিশ্বাস (৫০) নামের একজন পাখি শিকারীকে হাতে নাতে আটক করেন।
এ সময় তার কাছে পাখির সুরের মিউজিকযুক্ত ২টি সাউন্ড বক্স, ১২টি ফাঁদজাল, একটি পাখির ঝুড়ি এবং ১টি শিকারকৃত ডুংকর প্রজাতির পরিযায়ী পাখি পাওয়া যায়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে আটককৃত ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত আলামতসমূহ পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এছাড়াও জব্দকৃত অতিথি পাখিকে জীবিত উদ্ধার করে অবমুক্ত করে দেওয়া হয়।
এসময়ে উপস্থিত সকলের সামনে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন, পরিযায়ী পাখি শিকার করার কোন সুযোগ নেই। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রাতে পাইকগাছার বেতবুনিয়া গ্রাম থেকে আরো একজন পাখি শিকারীকে আটক পূর্বক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।