২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৬:৪২| হেমন্তকাল|

পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪,
  • 47 Time View

পাইকগাছা উপজেলা প্রশাসন কর্তৃক আয়ােজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল -২৪ টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃস্পতিবার দিনব্যাপী পাইকগাছা গদাইপুর ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাঁকা-ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতায় রেজাকপুর কাশিমনগর সপ্রবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দুপুরে বঙ্গমাতায় রেজাকপুর কাশিমনগর সপ্রবি ২-০ গোলে বাঁকা- ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় ও গোলদাতা হয়েছে চ্যাম্পিয়ন দলের মারিয়া। পরবর্তীতে একই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাঁকা-ভবানীপুর সর. প্রা. বিদ্যালয় ১-০ গোলে ঘোষাল বান্দিকাটি সপ্রবি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের দিগন্ত দাশ।

অনুষ্ঠিত খেলায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান সম আব্দুল ওয়াহাব ও অনিতা রাণী মন্ডল, উপজেলা ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন।

স্বাগত বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা।

উপজেলা শিক্ষা পরিবারের সহযোগীতায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন, সঞ্জয় দেবনাথ, দেবাশীষ দাশ, মোঃ আসাদুজ্জামান ও ঝংকার ঢালী, বাসপ্রশি সমিতির পাইকগাছা শাখার সভাপতি প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়, সম্পাদক মোঃ নুরুজ্জামান, সহকারী শিক্ষক সমিতির সভাপতি এসকে আছাদুল্লাহ মিঠু, সেক্রেটারী মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো. হাফিজুল ইসলাম, এস এম শফিকুল ইসলাম, বিএম আক্তার হোসেন, সৌরভ রায়, ডিএম শফিকুল ইসলাম, লুৎফর রহমান, সুষমা মন্ডল, আলমগীর কবির, সুষমা রাণী, সহকারী শিক্ষক দীপক মন্ডল, আ. আলীম, গগন চন্দ্র ঢালী, অজয় রায়, আমিরুল ইসলাম লিটু, ইতো রাণী সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, শেখ ইসমাইল, মহাসীন অজয় রায়, রফিকুল ইসলাম, প্রদীপ সরকার, এনামুল হক, রত্নেশ্বর আশীষ রায়।

ধারাভাষ্য দেন, মহাসিন আযম, রবিউল ইসলাম ও সুশীল শীল। খেলা শেষে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

এই অনুষ্ঠানের পূর্বে পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ইউএনও মাহেরা নাজনীন এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ