এম জালাল উদ্দীন(খুলনা)পাইকগাছা: “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” প্রতিপাদ্য’র আলোকে ১৫ অক্টোবর-২০২৪ জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাতধোঁয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সহ হাত ধোঁয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বর্ণাঢ্য রেলি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
জনস্বাস্থ্য প্রকৌশল উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, প্রেসক্লাব পাইকগাছা এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক সাংবাদিক এম জালাল উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ।