এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনকল্যাণমুখী একটি রাজনৈতিক সংগঠন। দলটি সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতে ও পাশে থাকবে। তিনি বলেন দলের জনবান্ধব নেতা তারেক রহমান আমাদের জনকল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমরা সকল কাজে জন সম্পৃক্ততা বজায় রেখেছি।
শুক্রবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের ২৩ নং পোল্ডারের শিবসা নদীর ওয়াপদার বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ-সব কথা বলেন তিনি। বাঁধের নির্মাণ কাজের জন্য যারা ক্ষতিগ্রস্ত হবে প্রশাসনের মাধ্যমে তাদের কে পুনর্বাসন করার আশ্বাস দেন উপজেলা বিএনপির দলীয় সভাপতি ডাঃ আব্দুল মজিদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, যুগ্ম আহবায়ক এডভোকেট সাইফুদ্দিন সুমন, মাষ্টার মুজিবর রহমান, আবু মুছা, হুরায়রা বাদশা, জামিলুর রহমান রানা, শহিদুর রহমান, আব্দুল জব্বার,ওবায়দুল্লাহ সরদার ও ইউপি সদস্য আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, উপজেলা সদরের শিবসা ব্রীজ সংলগ্ন জামাই পাড়া থেকে সোলাদানা বাজার অভিমুখে স্লুইচ গেট পর্যন্ত খন্ড খন্ড ভাবে সোলাদানা ইউনিয়নের ২৩ নং পোল্ডারের দুই হাজার ৩৬৫ মিটার দুর্বল ওয়াপদার বেড়িবাঁধ নির্মাণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের এনডিআর বরাদ্দের মাধ্যমে এ বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজে প্রায় দেড় কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন এন্ড কোম্পানি। নির্মাণ কাজ শেষ হলে সোলাদানা ইউনিয়নের বৃহৎ একটি এলাকা প্লাবিত হওয়ার হাত রক্ষা পাবে স্থানীয়রা জানিয়েছেন।