পাইকগাছায় ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি অফিস কর্তৃক আয়োজিত সপ্তাহ ব্যাপি ভূমি সেবা কার্যক্রম পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
এসময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত জনসাধারণদের ভূমি সেবা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, পিআইও ইমরুল কায়েস, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী ও ভূমি অফিসের প্রধান সহকারী আব্দুল বারি, সার্ভেয়ার কওসার আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ জুন থেকে উপজেলা ভূমি অফিস এবং ৬টি ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ পালিত হচ্ছে। সেবা সপ্তাহের মাধ্যমে জনসাধারণদের অনলাইনে হোল্ডিং এন্ট্রি, ই নামজারী, হাটবাজার পেরিফেরিভুক্ত সম্পত্তি ডিসিআর প্রদান, অর্পিত সম্পত্তি ডিসিআর প্রদান ও ভূমি উন্নয়ন কর আদায় সহ বিভিন্ন ধরণের সেবা প্রদান করা হচ্ছে।
১৪ জুন সপ্তাহ ব্যাপী আয়োজিত ভূমি সেবা সপ্তাহ সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।