এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছায় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে খুলনার একটি হসপিটালে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।তিনি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান, শহীদ মুক্তিযোদ্ধা শেখ মাহাতাব উদ্দিন মনি মিয়ার বড় ছেলে, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও পাইকগাছা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন।
তিনি গত কয়েক দিন ধরে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে মৃত্যু হয় তার।
শনিবার (১৪ সেপ্টম্বর) আসরবাদ পাইকগাছা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার কফিনে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনে গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরবর্তীতে মরহুমের জানাজা শেষে পৌরসভাধীন হোসনেয়ারা মাহাতাবউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা সংলগ্নে পারিবারিক কবরস্থানে তাহাকে শায়িত করা হয়েছে।