২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই রজব, ১৪৪৬ হিজরি| দুপুর ২:৩৫| শীতকাল|

পাইকগাছায় মেয়েকে উত্যক্ত করায় পিতার সংবাদ সম্মেলন

এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, অক্টোবর ৩০, ২০২৪,
  • 13 Time View

পাইকগাছায় মেয়েকে উত্যক্ত করায় নিরুপায় হয়ে পিতা মোঃ জুয়েলফিকার গাজী সংবাদ সম্মেলন করেছে। উপজেলার চাঁদখালীর ইউনিয়নের কালীদাশপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

বুধবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে সংবাদ সম্মেলনে মোঃ জুয়েলফিকার গাজী লিখিত বক্তব্য বলেন, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালীদাশপুর গ্রামের মোঃ মোস্তফা গাজীর ছেলে মোঃ মামুন গাজী (২২) দীর্ঘদিন ধরে আমার স্কুল পড়ুয়া নাবালেক মেয়ে উর্মি খাতুনকে বিভিন্ন সময় ইভটিজিং করে আসছে।

এছাড়াও আমার নিকট বিভিন্ন সময় মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বড়সড় অংকের টাকা চাঁদা দাবি করে আসছে। মামুন বলে-যে চাঁদার টাকা না দিলে তোমার স্কুল পড়ুয়া নাবালেক মেয়ে তুলে নিয়ে যাবো। পাশাপাশি বিভিন্ন সময় আমার ক্ষয়ক্ষতি করার পায়তারা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সর্বশেষ গত ইং- ২৫ অক্টোবর রাত ৮ টার দিকে মামুন গাজী আমার বাড়িতে লুটপাটের উদ্দেশ্যে দোতলায় থাকা ওয়েপড্রপ ভাঙ্গার চেষ্টা করলে আমি আওয়াজ শুনতে পেয়ে নিচতলা থেকে চোর বলে চিৎকার দিতে থাকলে মামুন আমার বাড়ির দোতলা ছাদ থেকে লাফিয়ে নিচে থাকা বাথরুমের ট্যাংকির উপরে পড়ে যেয়ে শারীরিকভাবে আহত হয়।

এসময় আমরা দ্রুত যেয়ে তাকে আটক করতে সক্ষম হই। এসময়ে তার এমন নেককার জনক ঘটনার স্বীকারোক্তি সরুপ ভিডিও ধারন করি।

পরবর্তীতে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন। মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের মতামতের ভিত্তিতে মামুনের অপরাধটি সাধারণ ক্ষমা পূর্বক সুচিকিৎসার জন্য তাহার পিতার কাছে হস্তান্তর করি।

সংবাদ সম্মেলন তিনি আরো বলেন, ঘটনার পরবর্তীতে মামুন গাজী বিভিন্ন জায়গায় আমার ও আমার মেয়ের নামে কুৎসা রটানো সহ মিথ্যা মামলা দিবে মর্মে হুমকি প্রদান সহ প্রাননাশের হুমকি অব্যাহত রেখেছে।

সে কারণে আমি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা কতৃপক্ষের কাছে অবগতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ