পাইকগাছার লস্কর ইউনিয়নে ঘূর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্হ ৩ শতাধিক পরিবারের মাঝে ১০কেজি হারে চাউল বিতরন করা হয়েছে।
রবিবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপ-সহকারি কৃষি কর্মকর্তা আতাউল্লাহ,ইউপি সদস্য টি,এম হাসানুজ্জামান, জি,এম তাজ উদ্দীন আহম্মেদ, শরিফুল ইসলাম লিটন, জাহাঙ্গীর আলম সানা, রফিকুল ইসলাম, পরমানন্দ সানা, অরবিন্দু মন্ডল, দিলীপ মন্ডল, মোফাজ্জেল হোসেন, অঞ্জলী রানী ঢালী, মর্জিনা বেগম, অরুনা বেগম, ইউপি সচিব ফারুক সরদার, সাংবাদিক মোঃ আওছাফুর রহমানসহ স্থানীয় এলাকাবাসী।
উল্লেখ্য, অত্র ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মানবিক সহায়তার ২০ টন চাউল বরাদ্দ দেওয়া হয়।
উপরোক্ত ২০ টন থেকে গত ২৩ শে জুন ২০০ পরিবারের মাঝে ১০ কেজি হারে ২ টন ও রবিবার ৩০০ পরিবারের মাঝে ৩ টন চাউল বিতরণ করা হয়।