“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় তিন দিনব্যাপী ফল মেলার শেষ হয়েছে। শনিবার বিকেলে ফল মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
এর আগে ১৯ জুন (বৃহস্পতিবার) বিকেলে কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ফলের স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত আমচাষীসহ সকলকে বেশী বেশী ফলের গাছ লাগানোর প্রতি উৎসাহ প্রদান করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, সহকারী কৃষি অফিসার শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, এনামুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, উপজেলায় ফলে সমৃদ্ধি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়। কৃষকদের সম্ভাব্য উৎসাহিত করা হয়েছে। আমরা আশা রাখি আগামীতে এ উপজেলার কৃষকেরা বেশি বেশি ফল গাছ লাগাতে আগ্রহী হবে।