পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর কার্যকারি পরিষদের সদস্যদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীদের মতবিনিময় ও আলোচনা সভাসহ নিহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ টায় ষোলআনা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান।
এসময়ে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি জিএম সোহেল রাশেদ জনি, সদস্য এসএম হাবিবুর রহমান মুছা, শেখ রিমন, মোঃ হারুন-অর রশিদ, মোঃ ইউসুফ আলী সরদার, সেলিম শাহরিয়ার, নুরু গাজী, আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন,আসির ফয়সাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, নয়ন, রাব্বি, রাকিবুর, পলক, উৎস, রিতু, মুনমুন, সুমনা, পরশ, নিয়ামুল, চাহাত, রুম্মান, ওসামা, ইফতি, শান্ত, রাকিবুল, আরাফাত, সম্রাট, কিবরিয়াসহ অনেকে।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাঃ মুফতি মাওলানা হুমায়ুন কবির।
উল্লেখ্য, আলোচনা সভায় পৌর বাজারের সামগ্রিক বিষয় সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।