পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৩০টি পূজা মন্দিরের সভাপতি-সম্পাদক বরাবর সরকারি অনুদান প্রদান করা হয়ছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে মন্দির কমিটির সভাপতি -সম্পাদকদের কাছে সরকারি ২০,০০০ টাকা করে প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু।
পূজা পরিষদ নেতা মৃত্যুঞ্জয় সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ওসি (অপারেশন) রঞ্জন কুমার গাইন, জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় জাপা’র সদস্য মোস্তফা কামাল জাহাঙ্গীর, জামায়েত নেতা মাওঃ আমিনুল ইসলাম, মাওঃ আলতাফ হুসাইন,সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, মোর্তজা জামাল আলমগীর রুলু, ইসলামী আন্দোলনের নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান,উপজেলা হিন্দু বৌদ্ধ খৃীঃ ঐক্যপরিষদের সভাপতি রবীন্দ্র নাথ রায়,পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রানকৃষ্ণ দাশ, সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, মুরারি মোহন সরকার, কৃষ্ণেন্দু দত্ত,পৌর কমিটির সভাপতি বাবু রাম মন্ডল,পৌর হিন্দু বৌদ্ধ খৃীঃ ঐক্যপরিষদের সভাপতি সন্তোষ কুমার সরকার,শংকর দেবনাথ,স্বপন সাহা, পিযুষ সাধু,রামপ্রসাদ সানা সহ সকল পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকর।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও প্রত্যেক পূজা মন্ডপে ৫০০শ কেজি করে সরকারি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে।