পাইকগাছায় নানা মুখি সমাজসেবা সহ জন কল্যাণে বিশেষ অবদান রাখায় দানবীর হাজী মুহাম্মদ মুহসীন গোল্ডেন পিছ অ্যাওয়ার্ড- ২০২৪ এ ভূষিত হলেন চেয়ারম্যান তুহিন।
প্রাপ্ত সূত্রে জানা যায়, গত ২ মে বৃহস্পতিবার উক্ত অ্যাওয়ার্ডের সাথে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির সভাপতি সালাম মাহমুদ ও মহাসচিব মোঃ শফিক উদ্দিন অপু স্বাক্ষরিত একটি সনদপত্র প্রদান করা হয়।
এদিকে পাইকগাছার লস্কর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন নিজস্ব অর্থায়নে কাগুজী প্রতিবন্ধী কল্যান ট্রাস্ট নামে একটি দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করেন।
পাশাপাশি নিজ উপজেলাসহ বিভিন্ন জেলা উপজেলার প্রতিবন্ধীদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
তিনি এ বছরও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ৩৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন। এছাড়াও তিনি করোনাকালীন সময়ে পাইকগাছায় প্রথম অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে তিনি সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড, নেলসন ম্যান্ডেল অ্যাওয়ার্ড ও প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন।