১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| রাত ১:৫৭| শরৎকাল|

পাইকগাছায় ইফতার মাহফিল ও দোয়া মাহফিল 

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ৩০, ২০২৪,
  • 94 Time View

এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:

পাইকগাছার হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নের মধ্যস্থ প্রতাপকাটি গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ওই গ্রামের মোঃ আইয়ুব আলী গাজীর ছেলে মোঃ রাসেল গাজীর উদ্যোগে মরহুম আত্মীয়-স্বজনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ফুলতলা নামক মোড়ে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (খুলনা-৬) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল।

ডাঃ আলহাজ্ব মোঃ ওহাব আলী গাজীর সভাপতিত্বে ও কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ এরফান আলী মোড়ল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আ,লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য আলহাজ্ব মোঃ অহেদুজ্জামান মোড়ল।

এসময়ে আরো উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার,তালা মুক্তিযোদ্ধা কলেজের উপধ্যক্ষ মোঃ রেজাউল করিম খোকন, সুন্দরবন পিটিডি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাবেক ছাত্রনেতা শিমুল বিল্লাহ বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, গদাইপুর ইউপি চেয়ারম্যান জিয়াদুল ইসলাম জিয়া, চাঁদখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী, হরিঢালী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি শেখ বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরদার মোজাফফার হোসেন, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড় প্রমুখ।

আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আলহাজ্ব মোঃ আবুল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ