পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় এসআই কেএম সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকগাছা পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের ফসিয়ার রহমান এর বাড়ির সামনে থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করে।
আটককৃত ব্যক্তি হলেন, পার্শ্ববর্তী তালা থানার মোঃ কোমর উদ্দিন গাজীর ছেলে মোঃ আব্দুল লতিফ (৪০)।
এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তাহার নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।