এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মনোহরদী প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ শাহাদৎ হোসেন বাচ্চু, ওসি ওবাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাস।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, ফসিয়ার রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ উৎপল বাইন, সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।