১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| রাত ২:১৪| শরৎকাল|

পাইকগাছায় গাঁজা গাছসহ মাদক কারবারি আটক 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪,
  • 51 Time View

এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে গাঁজা গাছ-সহ ২ মাদক কারবারি ও অন্যান্য মামলার আরো ৬ জন আসামিকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, ২ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের মোঃ নাজমুল সরদার (২৮) বাড়িতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ টি গাঁজা গাছ উদ্ধার করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাজমুল বাড়ির উঠানে গাঁজা গাছ চাষ করতো। এসময় থানা পুলিশ ৫টি গাজা গাছ-সহ শাহাপাড়া গ্রামের মোঃ শাহ আলম সরদারের পুত্র মাদক কারবারি মোঃ নাজমুল সরদার (২৮) ও মোঃ রহিম সরদারের পুত্র মোঃ সোহাগ সরদার (১৯) কে আটক করে।

অপরদিকে থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত আরও ৫ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজা গাছসহ আটক ব্যক্তিদের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সকল আসামিকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ