এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের সারা মাস সিয়াম সাধনার শেষে মুসলমানদের ঘরে আসে খুশির ঈদ। এদিকে ঈদকে সামনে রেখে সমাজের উচ্চ বিত্তশালীদের চলে বাহারি ও রকমারি কেনাকাটার ধুম!
কেউ কেউ আবার ঈদ কেনাকাটা করতে পাড়ি জমান দেশ রেখে বিদেশেও। অপরদিকে সমাজের খেটে খাওয়া নিম্ন আয়ের পরিবারের সদস্যদের স্বপ্ন থাকে ঈদে এক টুকরো নতুন জামা কাপড়ের।
এটি আমাদের দেশের একটি প্রসিদ্ধ চিত্র যা ঈদ পূর্ববর্তী সময়ে প্রতি বছরই আমরা এগুলো দেখে থাকি, এবং আবহমান কাল ধরে যেনো এই রীতি-নীতিতে চলে আসছে আমাদের মাতৃভূমি।
এরই ধারাবাহিকতায় এবার ঈদেও এর ব্যতিক্রম নয়! গ্রামের নিম্ন আয়ের পরিবারের মা-বোনদের মধ্যে চলছে ঈদ উপলক্ষে এক টুকরো নতুন কাপড়ের সেই স্বপ্ন পূরনের আকাঙ্ক্ষায় ছুটছে দুয়ারে দুয়ারে।
এদিকে এই আকাঙ্ক্ষাকে স্ব-অবস্থান থেকে নিজের সাধ্যমত পূরনের লক্ষে পাইকগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ডের নিম্ন আয়ের পরিবারের মা-বোনদের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদে উপলক্ষে নতুন কাপড় বিতরণের উদ্যোগে এগিয়ে আসলেন তৃতীয় লিঙ্গের সভানেত্রী পপি আক্তার।
এ উপলক্ষে শুক্রবার (৫ এপ্রিল) সকালে পৌরসভার ৬ নং ওয়ার্ডে নিজস্ব বাসভবনে এলাকার শতাধিক নিম্ন আয়ের মা-বোনদের মাঝে ঈদের উপহার উন্নতমানের শাড়ী বিতরণ করেন পপি আক্তার।
পাশাপাশি শতাধিক নারী-পুরুষের মাঝে নগদ অর্থ প্রদান করেন তিনি। এছাড়াও তিনি প্রতিবছরই উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা, মন্দির সহ বাৎসরিক জাকাত ফিতরা ও বিভিন্ন সময়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
পপি আক্তার বলেন, আল্লাহর রহমতে আমি দীর্ঘদিন ধরে মানুষের কল্যানে বিভিন্ন এধরণের সেবামূলক কাজগুলো করে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খুলনার শেখ পরিবারের আহবানে সাড়া দিয়ে সাধ্যমতো নিম্ন আয়ের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।
উল্লেখ্য, পপি আক্তার গত ২ মাস আগে পবিত্র ওমরা হজ্ব পালন শেষে দেশে ফিরে পূর্বের ন্যায় আবারো মানব কল্যানে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি পাইকগাছা উপজেলাসহ সকলের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।