২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি| বিকাল ৪:২১| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আটক শোষণমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কুরআনের রাজ কায়েম করতে চাই পাটগ্রামে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় যুব সমাজের ইফতার মাহফিল অনুষ্ঠিত নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  নান্দাইলে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত  নান্দাইলে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মিম্মান সম্পাদক শামীম  মনোহরদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল বিনামূল্যে পথচারীদের ইফতার করালেন ‘জনতার ঈশ্বরগঞ্জ’

পাইকগাছায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ একাডেমির উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৪, ২০২৪,
  • 193 Time View

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় বিনামূল্যে এলাকার শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষে ১ম বারের মতো ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ একাডেমির উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকালে পাইকগাছার লক্ষীখোলায় ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সবুজের বাসভবনের সামনে একাডেমির নিজস্ব ভবনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএসএ সফট সফটওয়্যার কোম্পানির সিইও ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সবুজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ল ছিলেন এমএসএ সফট সফটওয়্যার কোম্পানির সিইওর ঘনিষ্ঠ বন্ধু এইচ এম ইয়াসির আরাফাত।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এমএসএ সফট সফটওয়্যার কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়ার সাদিকুর রহমান, এমএসএ সফট সফটওয়্যার কোম্পানির স্পোকেন ইংলিশ কোর্সের পরিচালক দ্বীন ইসলাম, শিক্ষক আব্দুর রহমান।

আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে আরিফুজ্জামান সবুজ বলেন, আমার এলাকার শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এর ব্যবস্থা করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে।

তিনি আরো বলেন, এলাকার শিক্ষিত বেকার যুবকরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ মাধ্যমে কর্মসংস্থান করতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং ফ্রিল্যান্সিং শিখে স্বাবলম্বী হয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে সহয়তা করবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ২০ জন শিক্ষিত বেকার যুবকদের অংশগ্রহণে একাডেমির কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, আসন সংখ্যা সীমিত হওয়ায় ২০ এপ্রিল থেকে ৩০ শে এপ্রিল এর মধ্যে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ