২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৬:৫৪| হেমন্তকাল|

পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, মে ১১, ২০২৪,
  • 60 Time View

পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে।১১ মে শনিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যেগে নতুন বাজারস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি।

বিশেষ অতিথি ছিলেন, কবি রোজী সিদ্দিকী, গৌতম ভদ্র। সভায় বক্তব্য রাখেন শাহিনুর রহমান, দিবাশিষ সাধু, অর্থী সরকার, তৃষা বিশ্বাস, মনিরা আহম্মেদ, লিনজা আক্তার মিথিলা, মিতু সেন, তৃষা বিশ্বাস, শাহিনুর রহমান, পূষ্পিতা শীল জ্যতি প্রমুখ।

পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও বিচরণস্থল সংরক্ষণের আহ্বান জানিয়ে প্রতিবছর সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। পাখি সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে ২০০৬ সাল থেকে পরিযায়ী পাখি দিবসটি পালন শুরু হয়েছে।

প্রতি বছর মে ও অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার বিশ্ব পাখি দিবস পালিত হয়। অনুস্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ব্যাপকভাবে বৃক্ষ নিধন ও শিল্প-কলকারখানা বৃদ্ধি পাওয়ার ফলে পাখিদের আবাসস্থল প্রায় ধ্বংসের মুখে পড়েছে।

এজন্য পৃথিবীর ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। অনুষ্ঠান শেষে পাখির বাসার জন্য এলাকার বিভিন্ন গাছে মাটির পাত্র, কাঠ ও টিনের তৈরি বাসা গাছে বেধে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ