পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় নতুন বাজারস্থ কার্যালয়ে আন্তর্জাতিক মৌমাছি দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সভায় প্রধান অতিথি ছিলেন অনারারি ক্যাপ্টেন(অব.) মোহন লাল দাস।
বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব পাকগাছার সিনিয়র-সহ সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন, মৌয়াল আব্দুল বারেক, পরিবেশ কর্মি গনেশ দাশ, দিবাশিষ সাধু, কওছার আলী,রিনি আক্তার,পূর্নিমা,সাধু, তৃষা বিশ্বাস,লিনজা আক্তার মিথিলা,পুস্পিতা শীল জোতি প্রমুখ।
এসময়ে বক্তারা বলেন, মৌমাছি বাস্ততন্তের গুরুত্ব ভুমিকা পালন করা সহ আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখা ও বাসযোগ্য করে তোলার জন্য মৌমাছি পরিবেশে ভারসম্য রক্ষা করে। মৌমাছি প্রজাপতির মতো পরাগ বহনকারী কীটপতঙ্গ রক্ষার গুরুত্ব এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখাসহ পরিবেশে সচেতনতা বৃদ্ধি করার জন্য আন্তর্জাতিকভাবে পালিত হয় বিশ্ব মৌমাছি দিবস।
নগরায়ণ, শিল্পায়ন, পরিবেশ ধ্বংসের কারণে আজ মৌমাছি এবং অন্যান্য পরাগায়নকারী যেমন প্রজাপতি, বাদুড় এবং হামিংবার্ড বিলুপ্তির পথে। এই সব পরাগ বহনকারী কীটপতঙ্গ খাদ্যশস্য সহ একাধিক উদ্ভিদের প্রজননে সহায়ক। বাস্তুতন্ত্রের সবচেয়ে পরিশ্রমী প্রাণী হিসেবে মৌমাছি অস্তিত্ব টিকিয়ে রাখা দরকার।
এদিকে পরিবেশদূষণ সহ প্রভৃতি কারণে এই উপকারী পতঙ্গ হ্রাস পাচ্ছে। যদি পৃথিবী থেকে মৌমাছি হারিয়ে যায়, তাহলে মানবসভ্যতা টিকবে থাকবে না। মৌমাছি ছাড়া খুব বেশি দিন টিকে থাকতে পারবে না মানুষ।
তাই এই দিনটির গুরুত্ব অনেক বেশি। মানুষের বাসযোগ্য পরিবেশ বজায় রাখার জন্য বাস্তুতন্ত্রে ছোট গুঞ্জনকারী প্রাণীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সম্পর্কে আমাদের সকলকে সচেতন করা প্রয়োজন মর্মে অভিমত ব্যক্ত করেন বক্তারা।