এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও গরীব দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত পানি সংরক্ষনের জলাধার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জলাধার বিতরণের উদ্বোধন করেন (পাইকগাছা-কয়রার) সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান।
উপজেলা নির্বাহী মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমিরণ সাধু, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, রিপন কুমার মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মুনছুর আলী গাজী, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড়, সাংবাদিক সাগর আহমেদ প্রমুখ।
এসময়ে ৭১ জন বীর মুক্তিযোদ্ধা ও ৮১ জন গরীব দুস্থদের মাঝে মোট-১৫২ টি জলাধার বিতরণ করা হয়।