এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছার ঐতিহ্যবাহী চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার শেখপাড়া পল্লী উন্নয়ন সংস্থা পক্ষ থেকে চার দলীয় ভলিবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার চাঁদখালীর দেবদুয়ার গ্রামে আয়োজিত ভলিবল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অত্র ইউনিয়নের কৃতি সন্তান আ ন ম তরিকুল ইসলাম ও পাইকগাছা উপজেলা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
উক্ত খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম, দেবদুয়ার শেখপাড়া পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি শেখ আসাদুজ্জামান ময়না, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হাদী, সহ-সভাপতি মোস্তফা আল তারিফ, ক্রিয়া পরিচালক শেখ আসাদুল, ৫ নং ইউপি সদস্য মোঃ জুলফিকার আলী,শেখ ইবাদুল হক, শেখ রানা, শেখ আজম চাঁদখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাজু হোসেন বাপ্পি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।