এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর দিকনির্দেশনা মোতাবেক এএসআই আলতাফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রাড়ুলী ইউনিয়নের আব্দুল লতিফ গাজীর ছেলে মোঃ মিলন গাজী (৩০) কে সিআর মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত হওয়ায় আটক করা হয়।
অপরদিকে একই দিনে এএসআই মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালীদাশপুর গ্রামের মোঃ মঈনুদ্দিন গাজীর ছেলে মোঃ শাহীনুর রহমান গাজী (৩৭) সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় আটক করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, আটক আসামিদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।