এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে ২ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বরিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর দিকনির্দেশনায় এএসআই আলতাফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আমিরপুর গ্রামের চারুপদ মন্ডলের ছেলে বিল্বদল মন্ডলকে (৪৮) একবছর ৬ মাস সাজাপ্রাপ্তের দায়ে আটক করে।
অপরদিকে সোমবার সকালে এএসআই আলতাফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হালদারচক গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে মোঃ হাফিজুর গাজীকে (৩৯) একবছর ৩ মাস সাজাপ্রাপ্তের দায়ে আটক করা হয়েছে ।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই আসামিকে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।