পাইলট ট্রেনিংয়ে সফল হলেন ফুলপুরের রিয়াদ মোঃ মিজানুর রহমান আকন্দ (ময়মনসিংহ উত্তর) ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান রিয়াদ আহমেদ সফলতার সাথে পাইলট ট্রেনিং কোর্স শেষ করেছেন। ফিলিপাইন এয়ারওয়ার্কস্ এভিয়েশন একাডেমি মাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে রিয়াদ আহমেদকে (CPL-IR) একাডেমিক সার্টিফিকেট প্রদান করা হয়। ২০২২ সালে তিনি ফিলিপাইন ভিত্তিক এয়ারওয়ার্কস্ এভিয়েশন একাডেমিতে ভর্তির সুযোগ পেয়ে ফিলিপাইনে চলে যান। এভিয়েশন একাডেমিতে বিমান, আবহাওয়া, আকাশপথ, বিমানবন্দর, রেডিও, স্বাস্থ্য, পরিকল্পনা এবং বিমানের কার্যক্ষমতা সহ বিভিন্ন বিষয়ে পরিক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন এবং দক্ষতার সাথে প্রায় ২০০ ঘন্টা বিমান উড়িয়ে ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। রিয়াদ আহমেদ ফুলপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড আমুয়াকান্দা (কলের বাড়ির) হাজী সুলতান আহমেদের ৩য় ছেলে। তিনি বাংলাদেশে অবস্থানকালে বিভিন্ন সামাজিক সংগঠন হেলডস ফাউন্ডেশন এবং শিকড়-৭১ এর সাথে যুক্ত ছিলেন। তার এ সফল অর্জনে নিজ এলাকা ও পরিবারে আনন্দের বার্তা বইছে। তিনি পেশাগত দক্ষতা এবং সততার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি সমাজ সেবায় আত্মনিয়োগ করতে চান। মোঃ মিজানুর রহমান আকন্দ ময়মনসিংহ উত্তর প্রতিনিধি (AS-25), ময়মনসিংহ। ০১৭১৯-৪৩০১৩৩
Reporter Name
-
Update Time :
শনিবার, মে ২৭, ২০২৩,
-
252 Time View

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান রিয়াদ আহমেদ সফলতার সাথে পাইলট ট্রেনিং কোর্স শেষ করেছেন। ফিলিপাইন এয়ারওয়ার্কস্ এভিয়েশন একাডেমি মাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে রিয়াদ আহমেদকে (CPL-IR) একাডেমিক সার্টিফিকেট প্রদান করা হয়। ২০২২ সালে তিনি ফিলিপাইন ভিত্তিক এয়ারওয়ার্কস্ এভিয়েশন একাডেমিতে ভর্তির সুযোগ পেয়ে ফিলিপাইনে চলে যান। এভিয়েশন একাডেমিতে বিমান, আবহাওয়া, আকাশপথ, বিমানবন্দর, রেডিও, স্বাস্থ্য, পরিকল্পনা এবং বিমানের কার্যক্ষমতা সহ বিভিন্ন বিষয়ে পরিক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন এবং দক্ষতার সাথে প্রায় ২০০ ঘন্টা বিমান উড়িয়ে ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। রিয়াদ আহমেদ ফুলপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড আমুয়াকান্দা (কলের বাড়ির) হাজী সুলতান আহমেদের ৩য় ছেলে। তিনি বাংলাদেশে অবস্থানকালে বিভিন্ন সামাজিক সংগঠন হেলডস ফাউন্ডেশন এবং শিকড়-৭১ এর সাথে যুক্ত ছিলেন। তার এ সফল অর্জনে নিজ এলাকা ও পরিবারে আনন্দের বার্তা বইছে। তিনি পেশাগত দক্ষতা এবং সততার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি সমাজ সেবায় আত্মনিয়োগ করতে চান।
Please Share This Post in Your Social Media
এ ক্যাটাগরি অন্যান্য নিউজ