আছাদুজ্জামান খন্দকার, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশারগঞ্জর পাকুন্দিয়া উপজেলায় পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে আব্দুল হান্নান মুনা (১২) নামে এক মাদ্রাসা ছাত্র।
সে পাকুন্দিয়া পৌর এলাকার দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার নাজেরা বিভাগর ছাত্র। এ ঘটনায় ওই ছাত্রের বাবা আব্দুল মান্নান পাকুন্দিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, আব্দুল হান্নান মুনা পৌর এলাকার ওই মাদ্রাসার হাস্টেলে থেকে লেখাপড়া করে। গত ১৬ মে রাতে ওই মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুজি অব্যাহত রয়েছে।
মুনার বাবা আব্দুল মান্নান বলেন, সব আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান মিলছেনা। পরদিন ২০ মে রাত পাকুন্দিয়া থানায় জিডি করা হয়। জিডি নম্বর- ৮৯০।
ওই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শরিফুল ইসলাম বলেন, আব্দুল হান্নান মুনা ১৬ মে রাত সাড়ে নয়টার দিকে মাদ্রাসার কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। আর ফিরে না আসায় আমি তার পরিবারকে রাতেই অবহিত করি। পরে আমি এবং তার বাবাসহ আমরা সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজাখুঁজি করছি। এখনো তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। তবে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, ওই ছাত্র নিখোঁজের ব্যাপারে তার বাবা-মা ও মাদ্রাসার প্রিন্সিপাল থানায় এসে একটি জিডি করেছন। এ বিষয়ে দেশের সব থানায় বার্তা পাঠানা হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।